Friday, March 29

এই ক্ষণ যেন মুহূর্তের মৃত্যু ও নিরন্তর জন্মের মাঝে
শহরের প্রান্তের এক ঘর—যার অস্তিত্ব নাই
সন্ধ্যাপূর্ব কোলাহল গলিপথে ভেঙে পড়ার আগে
যেমন শান্ত হয়ে থাকে; অথচ নিঃশব্দ নয়
যেমন বহুকাল ঘুমিয়ে থাকে কেউ; অথচ স্বপ্নের
ভেতর আমাদের অভিজ্ঞতা হয়তো সত্যি নয়
দূরবিস্তৃত অপেক্ষার মতো তার শেষ নাই বলে মনে হয়

No comments

© তারেক রহিম. ২০১২. Powered by Blogger.
© Absurd Dreams
Designed by: Maira Gall