Thursday, January 20

সংশয়ে


ভেঙে যাচ্ছে ভেতরের প্রাচীন প্রাচীরসমূহ
হার্মাদ ঘোড়াদের পরিকল্পিত অগ্রসরতা
মাটি ও উপত্যকার বাতাসে
বিকেলের নিরপেক্ষ রোদ দেখে যাচ্ছে
আমার বিশ্বাস;
আমার স্বস্তি, সান্ত্বনা, আকাশ দেখার
টেলিস্কোপ আর আবশ্যিক অন্ধকার
মারা যাচ্ছে

আমাদের বিপন্ন ভেসে যাওয়া
যখন বুক ভার করে দাঁড়াবে,
কিছু প্রাচীন পাহাড়
বর্ষায় তুমুল বৃষ্টি
বৃষ্টিপরবর্তী নীল সমুদ্রতট;

ঘোড়া ও প্রাচীর, ভাঙন ও স্রোতের নিবিড় সম্পর্কে
তুমি অবিশ্বাস করে যেও

4 comments

অনার্য সঙ্গীত said...

ভাল্লাগছে দোস্ত :)
কিন্তু তুই এতদিন পরপর লিখিস যে মেজাজ খারাপ হয়!

আশরাফ said...

ভাল্লাগছে দোস্ত :)
কিন্তু তুই এতদিন পরপর লিখিস যে মেজাজ খারাপ হয়!

sense of silence said...

এই পোলাডা একটা আস্ত রত্নগর্ভা। তয় ইদানিং তার প্রসবক্ষমতা কমায় ফ্যালছে ক্যান কে জানে???

Biplob Rahman said...

সাবাস কবিরাজ

© তারেক রহিম. ২০১২. Powered by Blogger.
© Absurd Dreams
Designed by: Maira Gall