Friday, May 18

স্বপ্নের ভেতর জেগে উঠে


অন্ধকার কথা বলছে, আমি দেখে নিচ্ছি ধূসর আকাশ
বৃষ্টি হবে, জলীয় বাতাসে মিশে যাচ্ছে আলো, তার অস্ফুট কণ্ঠ শুনছি
যেন শতাব্দীর ওপার থেকে পরিচয় মুছে আসছে স্বপ্ন
এই আমার জন্ম, এইখানে বেঁচে আছে কোলাহলের আড়ালে যে নীরবতা,
যে অন্তর্লীন প্রেক্ষিতে মিশে আছে মৃত্যু আর নিস্তব্ধতার গান
সেইখানে আমি বিবিধ বিষাদের প্রলোভন এড়িয়ে যাই,
আমি-ই যাই, আর তাই দ্বিধার অন্বয়, অহং এর উর্ধ্বে ও নিম্নে নেমে দেখি
সমস্ত স্থিরীকৃত অন্ধকার, জমাট, বৃষ্টির একমাত্র ফোঁটা—অনির্দিষ্ট
আছে জেনে স্বপ্নের ভেতর তলিয়ে যেতে পারি আরো
অবিচল, ক্রমের শেষে, তখনও, হয়ত অস্পষ্ট, তবুও থেকে যায়
আগুন নক্ষত্র বাতাস ও বৃষ্টির ভালোবাসা
© তারেক রহিম. ২০১২. Powered by Blogger.
© Absurd Dreams
Designed by: Maira Gall