Wednesday, September 5

অ্যাড ইনফিনিটাম


জুয়াড়ির বিষণ্নতা নিয়ে আমি
   যখন রাত্রি থেকে দিনের দিকে ফিরি
   সারি সারি সেনোটাফ তখন
   ঘুমিয়ে যায়

ক্লান্ত ঘড়ির মতো আমার সময় ধীরে ধীরে
   বৃত্তাবর্তে ঘোরে— একইরকম
   আর আমি অপেক্ষায় থাকি ঋতুবদলের

আমি অপেক্ষায় থাকি—
   অনেক আয়োজনের পর হঠাৎ কোনো রাতে
অন্ধকার-শস্যের খেতজুড়ে কাকতাড়ুয়ার কোরাস
   শোনা যাবে আবার

   অনাহূত আমি নিজের কাছে নিজে
   সহজ সত্যের মতো জেনেছি—অবশিষ্ট কোনো
   কান্না নেই, হাসি নেই, স্বপ্ন নেই      শুধু এক
   ঘুম আমাকে বাঁচিয়ে তোলে—
   প্রতি সকালে
অবলীলায় কফিনের ডালা পুনরায় খুলে যায়।
© তারেক রহিম. ২০১২. Powered by Blogger.
© Absurd Dreams
Designed by: Maira Gall