Friday, October 23

সকাল

সকাল, তোমাকে অভিবাদন জানাই
তোমার জন্য খুব যে উদ্গ্রীব ছিলাম তা নয়, হয়তো নিরাসক্তি-ই ছিলো
তবু কী প্রতীক্ষা আমাদের অভ্যস্ততায় মিশে আছে দেখো---
মনে হলো--- তুমি একটি দীর্ঘ রাত পার করে এলে।
কতোটা দীর্ঘ তা জানা নেই; আমার ঘরে কোনো ঘড়ি ছিলো না।
মাঝে মাঝে সময়হীন থাকতে ভালো লাগে। নিজেকে ঈশ্বরের মতো মনে হয়
আর তখন সবই ঘটে আমার ইঙ্গিতে, চাইলে রাতও গন্তব্যে পৌঁছায়, ভোর হয়।
আপাতত পাখিদের শব্দ শুনছি। প্রতি সকালে তা শোনার সুযোগ হয় না
প্রতি সকালে মেঘের বিন্যাস ভিন্ন। প্রত্যেক ভোরে মানুষ অন্য মানুষ।

3 comments

জুয়েইরিযাহ মউ said...

"মাঝে মাঝে সময়হীন থাকতে ভালো লাগে। নিজেকে ঈশ্বরের মতো মনে হয় ... "

"প্রতি সকালে মেঘের বিন্যাস ভিন্ন। প্রত্যেক ভোরে মানুষ অন্য মানুষ।" -

ভালো লাগলো... (y)

Unknown said...

অনুবাদ করলাম, তুই সবুজ বাত্তি জ্বালাইলে কবিতাটা একজনকে দেখতে দিব।

Greetings to you, morning
Not that I was eagerly waiting for you, might have been a little indifferent as well
Still there is this longing we're accustomed to, see ...
Seems ... you came across a long night.
How long I don't know; Don't have a watch.
Sometimes it feels good to be timeless. Feels like being God
And everything happens exactly on my cue, even nights reach their destination, morning comes.
Listening to the birds chirp right now. Don't get to hear this every morning.
The clouds are different every morning. Every morning the man is a new man.

enkidu said...

http://sachalenkidu.blogspot.com/2011/02/morning.html

© তারেক রহিম. ২০১২. Powered by Blogger.
© Absurd Dreams
Designed by: Maira Gall