Sunday, February 19

সেতু


তোমার প্রজ্বলিত শিখা
আমার দ্বিধাতুর অন্ধকার
তুরীয় উন্মনা শরীর
নিশ্চল।
এই অনতিক্রম্য নদী—
না ভাটি
না উজান
ভেসে যায় ভোর-লহরি।
থেমে থেমে নিরুদ্দেশ 
তারারা তখন 
মাস্তুল থেকে ঝরেছে ।


অন্ধকার ও শিখার
মানব ও মৃত্তিকার 
বিপরীতে
দৃশ্যের ভেতরে 
তুমি, আলো,
এমন তীব্র দহন ধরে রাখো!
© তারেক রহিম. ২০১২. Powered by Blogger.
© Absurd Dreams
Designed by: Maira Gall