Friday, October 23

ক্রান্তি শেষবেলার...


... প্রদক্ষিণ করে যাবে নিজস্ব মৃত্যুময় পথ তোমার বলয়ে
গ্রহাণুপুঞ্জ আমাদের স্মৃতিতে যেরকম ছিল একদা
মেঘমন্দ্রিত ভোর প্রবল উচ্ছ্বাসে ভেসে বেড়াবে আষাঢ়ের প্রথম আকাশে
ঠিক যতটা ধূসর হলে তারে বিষণ্ণ বলা যায়...
এখনো নিয়মিত বৃষ্টি হয় এখানে; ভালোবেসে জল হয় মেঘ দুপুর রাতে।


3 comments

সাইফুল আকবর খান said...

সুন্দর তো! ল্যাখেন না ক্যান্ মিয়া?! এইহানে তো অন্তত লিখবেন! নাইলে কেম্নেকী?!

জুয়েইরিযাহ মউ said...

"এখনো নিয়মিত বৃষ্টি হয় এখানে; ভালোবেসে জল হয় মেঘ দুপুর রাতে। "
বিশেষ অনুরোধ... কবিতা চাই... এখানে আরোও আরোও কবিতা ঠাঁই পাক তারেক ভাই... :)

Samran said...

মেঘমন্দ্রিত ভোর প্রবল উচ্ছ্বাসে ভেসে বেড়াবে আষাঢ়ের প্রথম আকাশে
ঠিক যতটা ধূসর হলে তারে বিষণ্ণ বলা যায়...

এই ছেলেটা এতো ভালো লেখে!!

© তারেক রহিম. ২০১২. Powered by Blogger.
© 2025 Absurd Dreams
Designed by: Maira Gall