শুধু মধ্যবিরতি আমি যেন মাঝপথেই থেমে যাই কেবল
দূরত্ব বিষয়ে এরকমই ভাবি—কোনো অন্ত নাই যেদিকে যাই
অস্পৃশ্য দিনগুলি আমার, না-লেখা অক্ষর আমার অতীতে
প্রসারিত সমুদ্রের দিকে হাওয়া বয়ে যায়, অতএব বিকেল
স্থবিরতা, আমি অনন্ত মধ্যযামে মৃত মানুষদের কথা শুনি
তাদের গল্প, হাসি... অথচ মনে হয় কোনো দুঃখ নেই
দুঃখবোধ নেই, শুধু অনিবার অসারতা আর বিষাদরহিত রাত্রি
সময়ের গন্ডোলায় পড়ে আছে। ভেসে কি যায়?
আদি অন্ত নাই কোনো; পরিসর আছে, পরিসর কেবলই আনন্দনির্ঝর।
দূরত্ব বিষয়ে এরকমই ভাবি—কোনো অন্ত নাই যেদিকে যাই
অস্পৃশ্য দিনগুলি আমার, না-লেখা অক্ষর আমার অতীতে
প্রসারিত সমুদ্রের দিকে হাওয়া বয়ে যায়, অতএব বিকেল
স্থবিরতা, আমি অনন্ত মধ্যযামে মৃত মানুষদের কথা শুনি
তাদের গল্প, হাসি... অথচ মনে হয় কোনো দুঃখ নেই
দুঃখবোধ নেই, শুধু অনিবার অসারতা আর বিষাদরহিত রাত্রি
সময়ের গন্ডোলায় পড়ে আছে। ভেসে কি যায়?
আদি অন্ত নাই কোনো; পরিসর আছে, পরিসর কেবলই আনন্দনির্ঝর।