Friday, March 29

শুধু মধ্যবিরতি আমি যেন মাঝপথেই থেমে যাই কেবল
দূরত্ব বিষয়ে এরকমই ভাবি—কোনো অন্ত নাই যেদিকে যাই
অস্পৃশ্য দিনগুলি আমার, না-লেখা অক্ষর আমার অতীতে
প্রসারিত সমুদ্রের দিকে হাওয়া বয়ে যায়, অতএব বিকেল
স্থবিরতা, আমি অনন্ত মধ্যযামে মৃত মানুষদের কথা শুনি
তাদের গল্প, হাসি... অথচ মনে হয় কোনো দুঃখ নেই
দুঃখবোধ নেই, শুধু অনিবার অসারতা আর বিষাদরহিত রাত্রি
সময়ের গন্ডোলায় পড়ে আছে। ভেসে কি যায়?

আদি অন্ত নাই কোনো; পরিসর আছে, পরিসর কেবলই আনন্দনির্ঝর।


Friday, March 29

এই ক্ষণ যেন মুহূর্তের মৃত্যু ও নিরন্তর জন্মের মাঝে
শহরের প্রান্তের এক ঘর—যার অস্তিত্ব নাই
সন্ধ্যাপূর্ব কোলাহল গলিপথে ভেঙে পড়ার আগে
যেমন শান্ত হয়ে থাকে; অথচ নিঃশব্দ নয়
যেমন বহুকাল ঘুমিয়ে থাকে কেউ; অথচ স্বপ্নের
ভেতর আমাদের অভিজ্ঞতা হয়তো সত্যি নয়
দূরবিস্তৃত অপেক্ষার মতো তার শেষ নাই বলে মনে হয়


© তারেক রহিম. ২০১২. Powered by Blogger.
© 2025 Absurd Dreams
Designed by: Maira Gall